Poem

চলো বৃষ্টিতে ভিজি

হুমায়ূন আহমেদ

বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘমল্লারে
করুণ ধরার দৃষ্টিতে।।

আসবে না তুমি; জানি আমি জানি
অকারণে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।।

কত না প্রণয়, ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে।

Author Bio

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা

More

This post views is 543

Post Topics

Total Posts

9 Published Posts