Poem

দু’জনের জন্যে

শক্তি চট্টোপাধ্যায়

দু’জনের জন্যে এই স্বেচ্ছানির্বাসিত বনবাস

গরুমারা বাংলোখানি জঙ্গলের গভীর টিলার
উপরে, ঘোমটা পরে আছে- মুখ দেখবো বলে
সমতল থেকে আমরা উঠে এসে দুয়ারে দাঁড়াই।

পাটাতন তুলে নাও, পরিখা সজাগ করে দাও
যাতে হাতি প্রভৃতি জন্তুরা
বাংলোর উঠোনে চলে সরাসরি না ভাসাতে পারে
হিংস্র ও নিষ্ঠুর লোভ স্থগিত বাতাসে।

জঙ্গলে বাতাস ভারি, সামান্য ঝিঁঝিঁর শব্দে, মনে হয়, পৃথিবীর ক্ষতি
দারুণ গভীর হয়ে কানে বাজে মানুষের একা
গাছ সবই দ্যাখে আর অধিকন্তু, তারই বেশি দেখা
মানুষের চেয়ে, তার পাতার সহস্রতম চোখ।

দুজনের জন্যে এই স্বেচ্ছানির্বাসিত বনবাস…

Author Bio

শক্তি চট্টোপাধ্যায় (জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৩ - মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত।

More

This post views is 45

Post Topics

Total Posts

111 Published Posts