Poem

সরস্বতী বন্দনা

মদনমোহন তর্কালঙ্কার

(রাগিণী বাগেশ্বরী বাহার, তাল মধ্যমানের ঠেকা)

সরোজরাজে কে বিরাজে ? করেতে বীণা,
কে ও নবীনা, ত্রিভঙ্গিমা সাজে ? | ধ্রু |

তোটক ছন্দ

অয়ি বাণি ! তবানিশমং ঘ্রিযুগং |
করবাণি নতিং শতকোটি যুগং ||
শিব-বিষ্ণু-বিরিঞ্চি-বিচিন্ত্য-পদং |
মদনায়, বিতর মোক্ষপদং ||

প্রার্থনা
পয়ার

ওগো বাণি ! শিবানি ! তোমার শ্রীচরণে |
স্থান দান কর মাগো ! এই দীন জনে ||
না জানি জননী ! কিছু তব স্তুতিবাদ |
তবু মোর মতি স্তুতি-বাদে করে সাদ ||
আদি কবি বিধি যদি, নিরবধি ভণে |
তথাপি অসাধ্য তাঁর, অত্যুক্তি করণে ||
যে বলিবে যেই বাক্য, তুমি যদি তাই !
সুতরাং অত্যুক্তি-প্রসক্তি আর নাই ||
অতএব তোমার, যেমন যারে দয়া |
সেই রূপ সে বলিবে, ওগো মহামায়া !
ইথে এই দীন যদি, অসঙ্গত বলে |
দোষ না লইবা রাঙ্গা চরণ যুগলে ||
যে পদ নীরজরজ, কণা মাত্র পেয়ে |
বিধি ব্যাস বিখ্যাত, জগতে কবি হ’য়ে ||
যত বল বুদ্ধি বল, সব ও চরণ |
নতুবা কোথায় হবে. বাক্যের স্ফূরণ ?
অতএব দীন প্রতি, হৈও না কৃপণা |
মদনে প্রদান কর. পদধূলি কণা ||

Author Bio

মদনমোহন তর্কালঙ্কার, ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসাবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক

More

This post views is 220

Post Topics

Total Posts

11 Published Posts