Poem

ওইখানে বনানীর তৃণ

জীবনানন্দ দাশ

ওইখানে বনানীর তৃণ
ঘিরে আছে তোমারে হরিণ
ওই এক মরকত: জীবনের ছবি
এ জীবন কেন তবু নিষ্ক্রান্ত ভৈরবী।

বকের ধবল লণ্ঠন সুমধুর
ভেসে যায় দূর—যত দূর
ততটা আকাশ মায়াবীর ইন্দ্রনীল
তবুও তো বিষাক্ত নিখিল।

ধর্মযাজিকারা তবু কি যে মোহাতুরা
তবু ওই বিকেলের মন্দিরের চূড়া
যেন এক মেধাবিনী ফুলের মতন
মৃত্যু হয়নি তার—চেনে না সে সুপ্রজনন।

সন্ধ্যায় কয়লার খনি
যেন এক লুণ্ঠিতা রমণী
তবুও সূর্যাস্তে মেঘ যেন তার দ্বিজন্মের মতো
বলিতেছে: এইখানে আমারে চেন তো। অন্ধকারে হাড়গিলা উড়ে আসে
সোনালি খড়ের পরে ঘর ভালোবেসে
বিশ্রুত মৃত্যুর হাড়ে সেই ক্ষেত সোনা— তার খড়
দূরবীনহীন ব্যাপ্ত রাত্রির ভিতর।

Author Bio

জীবনানন্দ দাশ, ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের

More

This post views is 205

Post Topics

Total Posts

151 Published Posts