কিছু পুরনো দিন, কিছু ঘাসফড়িং, আকাশ হারায়,
কিছু পুরনো মুখ, হয়ে নতুন অসুখ, দু হাত বাড়ায়।
কিছু জলের আয়না, দেখতে চায় না, ভুলের দাগ,
তবু হাত-রেখায়, থাকে রাত দেখা, ঘুম ভাঙে অবাক!
কিছু গ্রিলের ফাঁকে, দুচোখ আঁকে, ঝাপসা মুখ,
থাকুক মন খারাপ, আর একলা রাত, খাপছাড়া সুখ।
কিছু আবছা দিন, হোক আজ রঙিন, কাল দুঃখ হোক,
কিছু বুকের কোণ, হোক হিজল বন, ভুলে সূক্ষ্ম শোক।
কিছু রোদ আসুক, তবু চোখ ভাসুক, হলে মন কেমন,
কারো বুকের বাপাশ, হোক অথৈ আকাশ, হয় মন যেমন।