Poem

রাম নাম সৎ হ্যায়

সুভাষ মুখোপাধ্যায়


করা গেলে হিংসুটে
সদাশিব হিন্দুকে
ভোটগুলো চেটেপুটে
তোলা যাবে সিন্দুকে

মা লিখ শতং বদ
এঁটে নিয়ে মতলব
ভক্তিতে গদগদ
গদিতে বিকট লোভ

আওড়িয়ে ‘ত্যক্তেন ভুঞ্জিথাঃ’
মসজিদ ভেঙে চায় মন্দির
চেক কাটা ভেক কেন নেয় বৃথা
কাটা আছে শত পথ ফন্দির

পরহিতে তাকে কেউ দেখিনি তো জন্মেও
পুরোহিত সেজে আজ চটকায় পিণ্ডি
রথ চড়ে, চোঙা ফোকে, মতি নেই ধর্মেও
দেশটা ডুবিয়ে যায় বর্গির শিন্নি|


রামনারায়ণ রাম
বাঁচলে বাপের নাম
আছ তুমি কোন্ দেশে ?
সুন্দরবন ঘেঁষে
বলিহারি দেশ বটে
(শুনে কেউ না যেন চটে)
দেশ বটে, দেশ বটে!

নাহক বস্তুবাদী
ফলায় কলার কাঁদি
বাগিচাতে বাবাজির–
গুরুভাই জী-হাজির

এদিকে ঠ্যালার নাম বাবাজিরও
চোখ ফোটে, মুখ ফোটে
হয়ে একদম জিরো
যখন মুড়োয় নটে
হায় রাম!
ফুরোয় তামাম গুল-পট্টি
দেশ বটে, সত্যি!


কিছু উভচর আছে
দূরে নয়, খুব কাছে
মুখে বাম
বুকে রাম
আমাদের লাইনে…

দুটো পা-ই ত্যারাব্যাঁকা
বাঁয়ে গেলে যায় দেখা
দুম্ দাম্
আরে রাম
চলেছে সে ডাইনে
আমাদের লাইনে….

হাতে ধরে থেকে ধামা
মুখে বলে, নামা নামা
দুর্নামে
চড়াদামে
যা পাস তাইনে
আমাদের লাইনে….

Author Bio

সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ,

More

This post views is 302

Post Topics

Total Posts

63 Published Posts