Poem

শহীদী ঈদগাহে দেখ্

কাজী নজরুল ইসলাম

শহীদী ঈদগাহে দেখ্ জমায়েত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি।।
তুরান ইরাণ হেজাজ মেসের হিন্দ মোরক্ক ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি।।

ছিল বেহোঁশ যা’রা আঁসু ও আফসোস ল’য়ে,
চাহে ফেরদৌস্ তা’রা জেগেছে নওজোশ্ ল’য়ে।
তুইও আয় এই জমাতে ভুলে যা’ দুনিয়াদারী।।

ছিল জিন্দানে যা’রা আজকে তা’রা জিন্দা হয়ে’
ছোটে ময়দানে দারাজ – দিল আজি শমশের ল’য়ে।
তকদীর বদলেছে আজ উঠেছে তকবীর তারি।।

Author Bio

কাজী নজরুল ইসলাম, রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি

More

This post views is 91

Post Topics

Total Posts

365 Published Posts