এই যে আমার মন করছে কেমন,
এই যে আমার বুক থরথর কাঁপে,
তোমার কি আর এমন কভু হয়?
একাকী রাত কেটেছে সন্তাপে?
তোমার যদি ভালো থাকাই হয়,
আমার কেননা এমন একা লাগে?
একটা জীবন এক মানুষের তরে,
কেননা এমন বিষণ্ণতায় জাগে!
এই যে এত আলোর ডাকে বান,
এই যে এত কোলাহলের দিন,
তবুও কেনো আমায় ঘিরে আঁধার,
নীরবতায় হৃদয় থাকে লীন?
আমিও যদি তোমার মতো হই,
তোমায় বিহীন রোজ থেকে যাই ভালো,
তখনও কি এমন তুমিই রবে,
নাকি হঠাৎ হবে, জগত এলোমেলো?