Poem

আমরা একদিন নিরো হয়ে যাব

সাদাত হোসাইন

আমরা একদিন নিরো হয়ে যাব,
তারপর বাঁশি বাজাব কোনো এক কল্পিত রোম নগরীতে।
আমাদের বাঁশির সুরে হ্যাঁমিলিয়নের বাঁশিওয়ালা হারানো ইঁদুর ও শিশু সহ উদয় হবে ভূমিতে।
তারপর শিশুদের ভক্ষণ শেষে সমুদয় ইঁদুর নৃত্য করবে বাঁশির সুরে।
অথচ তারা জানল না, বাঁশির সুরের অপেক্ষায় ছিল শীতনিদ্রার গোখরাও।
সাপের প্রিয় খাবার নাকি ইঁদুর।
অথচ নিরোরা বাঁশির সুরে ডেকে আনতে চেয়েছিল মানুষখেকো মূষিক।

তারপর সেই সাপের বিষে নীল হয়ে যেতে থাকবে আমাদের কণ্ঠনালিও।

তারপর খসে যেতে থাকবে আমাদের জিভ,
উপড়ে যেতে থাকবে চোখ, আমাদের কানে গলে গলে ঢুকে যেতে থাকবে সিসা।
আমরা বোবা, বধির ও অন্ধের ন্যায় দেখতে থাকব জগত।

সেখানে অন্ধকার ছাড়া আর কোনো রং থাকবে না।
তারপরও অন্ধত্ব বাদ দিয়ে আমরা তখন তর্ক জুড়ে দেব, আদতে অন্ধকার কোনো রং কিনা!

Author Bio

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য,

More

This post views is 374

Post Topics

Total Posts

47 Published Posts