সন্ধ্যা যার,
বুক কাঁপার,
শোক মহল।
চক্ষু তার,
দুঃখ ভার,
ঘুম দখল।
শব্দহীন,
রাত গহিন,
কাঁদছে কেউ।
চুপ কথার,
দুঃখ তার,
তুলছে ঢেউ।
একলা কাঁচ,
কার আওয়াজ,
চুপ লুকায়?
একলা মন,
কোন দহন,
খুব শুকায়?
আমরা সব,
জ্যান্ত শব,
ঘর জুড়ে,
দেখছে কে,
কার পোড়ে,
বুক খুড়ে?
বাড়ছে রাত,
শূন্য হাত,
বাড়ছে খুব।
জমছে জল,
কার কাজল,
ভাসছে খুব!