Poem

কিছু শব্দ

সাদাত হোসাইন

সন্ধ্যা যার,
বুক কাঁপার,
শোক মহল।
চক্ষু তার,
দুঃখ ভার,
ঘুম দখল।

শব্দহীন,
রাত গহিন,
কাঁদছে কেউ।
চুপ কথার,
দুঃখ তার,
তুলছে ঢেউ।

একলা কাঁচ,
কার আওয়াজ,
চুপ লুকায়?
একলা মন,
কোন দহন,
খুব শুকায়?

আমরা সব,
জ্যান্ত শব,
ঘর জুড়ে,
দেখছে কে,
কার পোড়ে,
বুক খুড়ে?

বাড়ছে রাত,
শূন্য হাত,
বাড়ছে খুব।
জমছে জল,
কার কাজল,
ভাসছে খুব!

Author Bio

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য,

More

This post views is 369

Post Topics

Total Posts

47 Published Posts