মেয়েটার নাম ছিল মেঘ, মেঘ রাখে বুকে পুষে জল,
মেয়েটার নাম ছিল নদী, নদী জানে দুঃখ অতল।
মেয়েটার নাম ছিল খেয়া, খেয়া জানে শুধু পারাপার,
চলে যাওয়া অচেনা মানুষ, কতটুকু ফিরবে আবার?
মেয়েটার নাম ছিল দুঃখ, মেয়েটার নাম ছিল জল,
মেঘ-নদী কতটুকু জানে, অশ্রুও জলে টলমল!
~ সাদাত হোসাইন