Poem

ত্রিবেণীর সঙ্গমে

শিমুল মুস্তাফা

কতোদিন আমি
যাইনি তোমার শহরে
কতোদিন সে তো
ঈশ্বরও জানে নাকো
পথ ঘাট সব
আছে কি আগের আদলে?
অলিতে গলিতে
পায়ের চিহ্ন গুলো
বোবা হয়ে বুঝি
গিয়েছে গোধূলী আলোতে?
উদাসীন চোখে
চোখ মেলে মেলে আজও
সেই মুখই যেনো
কারণে বা অকারণে
দুঃস্বপ্নের মতো
ফিরে ফিরে আসে।
স্বপ্নেরা বড়
স্বার্থপরের দোসর
একবার ভেঙ্গে গেলে
ফিরে আসে নাকো।
এতোদিন গেল
এতো বসন্ত শরৎ
একবারও কী
জানলাটি খুলে দিয়ে
ইচ্ছে হয়নি?
দেখতে গলির মোড়টায়
আছে কিনা কোনো
অমল দাঁড়িয়ে ঘোরে?
যে পাখিরা সব
আকাশে মেলেছে ডানা
তারাও হঠাৎ
বন্ধ করেছে ওড়া
চেনা পথ আজো
অচেনাই রয়ে যায়
স্রোতের তোড়ে
খড়কুটো হয়ে ভাসি
তুমিও বাঁচো
বন্ধ জানলা ঘরে
স্মৃতি গুলো সব
ঘোলা জলে ডুবে ডুবে
ভেসে ওঠে যেনো
ত্রিবেণীর সঙ্গমে

Author Bio

আশির দশকের শুরুতে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় কবিতা আবৃত্তি এবং থিয়েটর বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় থেকেই আবৃত্তি শুরু। তিনি জন্মগ্রহন করেছিলেন শিল্পমনা পরিবারে। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত এবং

More

This post views is 170

Post Topics

Total Posts

28 Published Posts