Poem

উঁচু আদর্শের নাম-পরিণামে
অর্ধনমিত পতাকা
অনুশোচনায় ভারি হয়ে আছে

উঁচু বাড়ির ছাদ থেকে
ছায়াটা সপাটে এসে পড়েছিল
লালদীঘির জলে

একদল এলেবেলে গোলা লোক
ফাৎ না থেকে চোখ একটু সরাতেই
দেখতে পেল
এক অর্ধনমিত পতাকা

কিছু বুঝতে না পেরে
তারা এ ওর মুখ চাওয়াচাওয়ি ক’রে
জিজ্ঞেস করল, কে গেল

এক আক্কেলমন্ত দরবেশ আসানড়িতে ভর দিয়ে
দাঁড়িয়ে পড়ে বলল,
কে নয়—
কী |

Author Bio

সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ,

More

This post views is 219

Post Topics

Total Posts

63 Published Posts